আগামী ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীসহ স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থীরা নির্বাচনি প্রচার প্রচারণায় ব্যবস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচার প্রচারণার মধ্য দিয়ে উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচনি আমেজ লক্ষ করা যাচ্ছে। আওয়ামী লীগের দলীয় প্রতীকে (নৌক) মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থীরা প্রচারণার দিক দিয়ে এগিয়ে রয়েছেন। প্রার্থীরা তাদের স্ব-স্ব অবস্থান থেকে ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে অনেক প্রার্থী সমর্থকদের সাথে নিয়ে,অনেকে আবার সমর্থক ও আত্নীয় স্বজনদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপজেলার ১৪ টি ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণার দিক দিয়ে পিছিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা ফুরফুরে মেজাজেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে দলীয় নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের চাইতে স্বতন্ত্র প্রার্থীরা হেভিওয়েট হওয়ায় নৌকার ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে।