মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ইকবাল হোসেন চোকদারের সমর্থনে বর্ধিত সভা হয়েছে। রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজন গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা হয়। রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, যুবলীগ নেতা জাহিদ শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জি.এম শাহ আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, রশুনিয়া ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক মো.পাভেল হোসেন চোকদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, রশুনিয়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাছুম, ২নং আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজির, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার খান , ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন দাস, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ চোকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমনসহ রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এসময় আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ইকবাল হোসেন চোকদারকে পুনরায় রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে সভায় উপস্থিত সকলে পূর্ণ সমর্থন করেন।