মুন্সিগঞ্জের সিরাজদিখানে আগুনে পুড়ে ঘর বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত জিতু শেখ (৩৮) নামে একটি অসহায় পরিবারের পাশে দাড়ালেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। ভুক্তভোগী জিতু শেখ উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামের চাল চান শেখের ছেলে।
আজ বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়িতে নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শনে গিয়ে সহমর্মিতা জ্ঞাপন করেন মঈনুল হাসান নাহিদ। এসম তিনি ভুক্তভোগী জিতু শেখকে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগী প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাসান রানা মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, কোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিমনসহ আরো অনেকে। উল্লেখ্য, এর আগে জিতু শেখের বসত ঘরে আগুন লেগে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরে আসবাব পত্র পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়।