1. admin@dinlipinews24.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

একাত্তরের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ

দিনলিপি নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পাকিস্তানের মনে জমে ছিল পরাজয়ের বেদনা। ১৯৭১ সালের ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার ঘটনা যেন কিছুতেই ভুলতে পারছিল না দেশটি। সেই ক্ষত কিছুটা হলেও কমে এসেছে কাশ্মীর যুদ্ধে ভারতের পরাজয়ের মাধ্যমে। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার পাকিস্তানের শিয়ালকোটের পাসরুর সেনানিবাস পরিদর্শন করতে গিয়ে শেহবাজ বলেন, ভারতের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক বুনইয়ানুম মারসুস অভিযানের মাধ্যমে আমরা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের হাতে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি।

ঔপনিবেসিক শাসনামলে ধর্মের ভিত্তিতে আলাদা হওয়া পূর্ব পাকিস্তানের শাসনভার পেয়েছিল পাকিস্তান। তবে ভাষার দিকে দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণের ভারতীয় সংস্কৃতির সাথে মিল থাকায় নতুন মুক্তির পথ খোঁজে বাংলাদেশ। শুরু হয় যুদ্ধ। শেষদিকে ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই যুদ্ধে।

মূলত দেশভাগের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে রেষারেষি। ধর্মভিত্তিক আদিম শত্রুতা তো রয়েছেই। যে শত্রুতার রেশ দেখা যায় দেশ দুটির প্রতিটি ক্ষেত্রে। সবশেষ কাশ্মীর ইস্যুও সেই পুরোনো রূপেই আবির্ভূত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে চলানো অন্তিম অভিযানের নাম দেওয়া হয়েছিল বুনিয়ানুম মারসুস, যার অনুপ্রেরণার উৎস ধর্ম।

পাসরুর সেনানিবাসে এই অভিযার পরিচরনাকরীদের সাথে প্রধানমন্ত্রী শেহবাজ দেখা করে বলেন, অভিযানটি ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানের সেনারা কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের অপ্ররোচিত আগ্রাসনের জবাব দিয়েছে। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বেশ সমালোচনা করেন শেহবাজ।

শেহবাজ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন সেই একই শক্তি বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। মোদিকে উদ্দেশ্য করে বলেন, আপনার উসকানিমূলক বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর