প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জনের মাঝেই বৈঠকে বসে সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টিসহ আরও কয়েকটি দল। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তিনদলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ মে) সকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সময়ের আলোকে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের মধ্যে বৈঠকটি বৃহস্পতিবার রাতেই হয়েছে। বিএনপি নির্বাচনি রোডম্যাপের কথা বলেছে। আমরা বলেছি সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায়; এটাও একটা রোডম্যাপ। কিন্তু সুনির্দিষ্ট কোনো মাসে আমরা ঐক্যমত হতে পারিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ আরও কয়েকটি নেতারা বৈঠকে ছিলেন।
বিভিন্ন দলের আন্দোলনে সরকার বিরক্ত উল্লেখ করে আখতার বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে ঐক্যমতে পৌঁছাতে বলেছেন। সবাই মিলে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে হবে। বৈঠকে বিরাজমান পরিস্থিতি এবং নির্বাচন ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আজকে বিএনপি জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আছে। দেখা যাক সেখানে কী হয়।
এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ কোনো মন্তব্য করতে চাননি। আর জামায়াতের আমিরকে টেলিফোনে পাওয়া যায়নি।