1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ০১ মে ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

আমি কখনোই হারতে চাই না : সাকিব

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার

দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বক্রিকেটে রাজত্ব করে চলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি ব্যাট-বলে সেরাদের দৌড়েও তাকে অনেকবার লড়তে দেখা গেছে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপ আসর কাটিয়েছেন স্বপ্নের মতো, যার ধারাবাহিকতা ভারতের মাটিতে চলমান বিশ্বকাপেও ধরে রাখতে চান এই টাইগার অধিনায়ক। আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। তার আগে নিজের অপরাজেয় মানসিকতার কথা জানিয়েছেন সাকিব।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। বলেছেন, ছোটবেলা থেকেই জেতার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই মনোভাবই তাকে সাকিব বানিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ (শনিবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে আইসিসি সাক্ষাৎকারটি প্রকাশ করে। যেখানে কথা বলেছেন টাইগার অধিনায়ক ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যের কথা।

সব সময় জয়ের মানসিকতা ধারণ করেন বলে এ সময় জানান সাকিব, ‘মনে হয় আমি কখনও হারতে চাই না, কখনোই না। সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে (সাকিব আল হাসান) এমন বানিয়েছে।’

এরপরই নিজের পছন্দের ফরম্যাটের কথাও জানান মিস্টার সেভেন্টিফাইভ। তার মতে, ‘টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশকে ওয়ানডেতে ভালো দল বলেই মনে করা হয়। অন্য দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটেই বোধহয় আমি বেশ ভালো। এই ফরম্যাটটা আমার পছন্দের। বড়-ই হয়েছি ওয়ানডে ক্রিকেট খেলে। ছোটবেলা থেকে এটা সম্পর্কে জানাশোনা ছিল। টি-টোয়েন্টি আর টেস্টের জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে।’

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপটা ছিল সাকিবের জন্য স্বপ্নের মতো। ব্যাট হাতে ৬০৬ রান এবং বাঁ-হাতি ঘূর্ণিতে পেয়েছেন ১১ উইকেট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে সেরা। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, বিশ্বকাপে বিশেষ কিছু পেতে সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’

২০১১ আসরের পর আরও একবার সাকিবের নেতৃত্বে খেলতে নামছে টাইগাররা। যেখানে তাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা। বিষয়টি গতকাল কোচ হাথুরু খোলাখুলি জানিয়েছেন। এজন্য তার শিষ্যরাও বেশ সামর্থ্যবান বলে মত তার। তবে সেমিতে উঠতে বাংলাদেশকে ন্যুনতম ৪-৫টি ম্যাচ জিততে হবে। যার শুরুটা আফগানদের বিপক্ষে দারুণ জয় দিয়েই করতে চায় বাংলাদেশ।

এ জাতীয় আরো সংবাদ