পেঁয়াজ মতো চাল নিয়ে যেন কেলেঙ্কারি না হয়, এবিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার সকালে খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, পেঁয়াজ নিয়ে আমাদের অযথা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে যেন তেমন না হয়। চলের দাম যেন আর কোন ক্রমেই না বাড়ে সে নির্দেশনা দেয়া হয়েছে।
বাজার যেন কোনভাবেই অসহনীয় না হয়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার ওএমএস ডিলার নিয়োগ দিয়েছে। সরকারের মজুদ থেকে চাল নিয়েই ডিলাররা বাজার নিয়ন্ত্রণ করে। চালকল মালিকরা বলেন, চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে তারা সচেষ্ট আছেন।