1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় আ’লীগ নেতা চুন্নুর শোক সভা ও শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৮৫ প্রাণ অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সিরাজদিখানে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ভ্রাম্যমান লাইব্রেরী, দেখার কেউ নেউ! জনস্বার্থে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা! তৃণমূল সাংবাদিক মহল ক্ষুব্ধ। সিরাজদিখানে শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা! সিরাজদিখানে লাউ গাছ কেটে কৃষকের ক্ষতি সাধনের অভিযোগ! শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার! ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি!

মুমিনুল ০, মিথুন ০, মুশফিক ০

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৫৪৯ বার

এক ওভারেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। ১০ ওভার তিন বলের সময় রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে ফেরেন মুমিনুল। আর পাঁচ বলের সময় বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মোহাম্মদ মিথুন। উমেষ যাদবের এক ওভারে তারা দুজন সাজঘরে ফেরেন।

তাদের সাজঘরে ফেরার পর মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। শূন্য রানে তাকেও ফিরতে হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে ২৬ রান সংগ্রহ করেছে।

জীবন পেয়েও পারলেন না ইমরুল

প্রথমবার আউট হওয়ার পর জীবন ফিরে পেয়েছিলেন বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েস। কিন্তু দিবারাত্রির ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি তিনি। ওই ওভারেই এলবিডব্লিউ’র শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

ইশান্ত শর্মার বলে ৬ ওভার ১ বলের সময় ইমরুলকে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এর এক বল পরেই আবার এলবিডব্লিউর শিকার হন এই বাঁহাতি ওপেনার। এবারও আম্পায়ার আউট দিলে রিভিউ নেন, কিন্ত বল স্টাম্পে যাওয়াতে আউট হয়ে সাজঘরে ফেরেন মাত্র চার রান করেই। এবারও বলটি সেই ইশান্ত শর্মার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ইডেন গার্ডেন্সের ঘণ্টা বাজিয়ে খেলার উধ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন এসেছে। বাংলাদেশ দলে দুই চমক আল আমিন হোসেন ও নাঈম হোসেন। বাংলাদেশ দলে দুই পরিবর্তন এলেও ভারত তাদের প্রথম টেস্টের দল নিয়েই মাঠে নামছে। তিন পেসার ও দুই স্পিনার নিয়েই খেলছে বিরাট কোহলির দল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আল-আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

এ জাতীয় আরো সংবাদ