অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য তিনটি জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসেনের কাছে কুশনগুলো হস্তান্তর করেন।
অগ্নি প্রতিরোধক কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি, যা মাত্র এক মিনিটের মধ্যে ব্যবহারের উপযোগী করা যায়। প্রতিটি কুশন ৫০ লাখ টাকায় কেনা হয়েছে। কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী ও বিপজ্জনক পণ্য পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।