এবার বিপিএল অনুষ্ঠিত হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বঙ্গবন্ধু বিপিএলের পুরো দেখভাল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সভাপতি নাজমুল হাসান পাপন আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে সবচেয়ে জাকজমকপূর্ণ।
বিপিএলের বোধনে দেশ-বিদেশের নামি অনেক তারকাই থাকছেন। সবচেয়ে আকর্ষণীয় তারকা কারা হতে চলেছেন? এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। যা খবর, বিপিএলের বোধনে আসছেন বলিউডের ‘ভাইজান’ বলে পরিচিত সালমান খান। শুধু তিনিই নন থাকছেন ক্যাটরিনা কাইফও। এর আগেও একবার তিনি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।
দেশি তারকাদের মধ্যে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। বলিউডের নায়ক-নায়িকার ব্যাপারে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে গ্যালারি সংস্কার কাজ। উদ্বোধনী ম্যাচ ছাড়া টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। উদ্বোধনের দুইদিন পরে আগামী ১১ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। আর ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল।