দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে হোমায়রা আক্তার অন্তরার হাত ধরে। কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন হোমায়রা আক্তার।
সোমবার অনুষ্ঠিত এই ইভেন্টে পাঁচজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন হোমায়রা। স্বর্ণপদক জিতেছে পাকস্তান এবং রৌপ্য জিতেছে নেপাল।
ব্রোঞ্জ জেতার পর হোমায়রা বলেন, আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি।