সাউথ এশিয়ান গেমসে’র (এসএ) ১৩তম আসরে একের পর এক নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। দিনের শুরুতেই আল আমিনের হাত ধরে স্বর্ণ পদক আসলেও সময় গড়াতেই মারজানার হাত ধরে আসে দ্বিতীয় পদক। এরপর চলতি আসরে গতকাল যার হাত ধরে বোঞ্জ পদক এসেছিল বাংলাদেশের, সেই হুমায়রা আক্তার এনে দিলেন তৃতীয় স্বর্ণ। এ নিয়ে গত দুই দিনে বাংলাদেশের সংগ্রহ চারটি স্বর্ণপদক।
আজ মঙ্গলবার এসএ গেমসের তৃতীয় দিনে মেয়েদের কারাতে-৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন হুমায়রা। স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক জেতেন তিনি। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।