এসএ গেমসে গতকালটা ছিল বাংলাদেশের আর্চারদের। কাল রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট মিলিয়ে ছয়টি সোনা ঘরে তুলেছেন তারা। আজ সকালটা সোনায় রাঙালেন আরেক আর্চার। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সোনা জিতেছেন সোমা বিশ্বাস।
শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে স্বর্ণপদক জেতে সোমা। গতকাল মহিলা দলগত ইভেন্টে সুস্মিতা বণিক ও শ্যামলী রায়ের সঙ্গে সোনা জিতেছিলেন এই আর্চার।
এ নিয়ে নেপাল এসএ গেমসে বাংলাদেশের ঘরে আসল মোট ১৫টি স্বর্ণ। দেশের বাইরে এই প্রতিযোগিতায় এর আগে কখনো এত সোনা জেতেনি বাংলাদেশ। ১৯৯৫ সালে মাদ্রাজ আসরে সর্বোচ্চ ৭টি স্বর্ণ এসেছিল।