1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

ভিপি নুরের ২ আঙুল ভেঙে দিল মুক্তিযুদ্ধ মঞ্চ

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার বাম হাতে দুই আঙুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
হামলায় ভিপি নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করে বক্তব্য দেন ভিপি নুর। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়।

হামলায় ভিপি নুরের দুটি আঙুল ভেঙে গেছে। ভিপি নুরসহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ