1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

শাহাবুদ্দিন হাসপাতালে অভিযান, উপপরিচালক আটক

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪২৯ বার

রাজধানীর গুলশান-২-এ অবস্থিত করোনার চিকিৎসায় ডেডিকেটেড শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

অভিযান কালে হাসপাতালের উপপরিচালকে আটক করা হয়েছে। পরে বিকেল তিনটার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব সূত্রমতে, করোনার র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানে অসহযোগিতা করায় শাহাবুদ্দিন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাব। তার হাতে হাতকড়া পরানো হয়েছে।

কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম রাজধানীর গুলশানের ৫০০ শয্যার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। তবে অতি সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে।

এ জাতীয় আরো সংবাদ