দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনের।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।