ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, সার্বিক পরিস্থিতি ভালো। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। নজিরবিহীন নির্বাচন হবে। জনগণের রায়ে আমি নির্বাচিত হবো।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেতাকর্মীদের নিয়ে ভোট কক্ষ থেকে ঘুরে এসে এ কথা বলেন তিনি। এসময় সাংবাদিকরা আসলে মনু নিজেই তাদের ভোট কক্ষে যেতে মানা করেন।
সকাল ৯টায় থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর ভোটের কারণে নির্বাচন কমিশনও বাড়তি সতর্কতা দেখিয়েছে। নিয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও।
রাজধানীর পূর্বাংশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাহ উদ্দিন আহম্মেদের মধ্যে। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এ আসনে ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।