সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ জোহর ময়মনসিংহের কেন্দ্রীয় আঞ্জমান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি মুক্তাগাছা সংসদীয়-৫ আসন থেকে কয়েকবার বিএনপি দলীয় এমপি নির্বাচিত হয়েছেন। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি তৎকালীন সরকারের জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।