1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

অবশেষে বন্ধ হচ্ছে বাংলাদেশের ফেসবুক

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬২২ বার

অবশেষে বাংলাদেশের ডট বিডি ডোমেইনে কেনা ফেসবুকের সাথে মিল থাকা ডোমেইনটি বন্ধের আদেশ দিয়েছেন আদালত। অন্তর্বর্তীকালীন এই আদেশের পাশাপাশি কেন ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ হবে না তা জানতে চেয়েও নোটিশ জারি করা হয়েছে।

আজ (সোমবার) ঢাকা জেলার জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এই আদেশ জারি করেন।

এর আগে ফেসবুক.কম.বিডি নামে একটি ডোমেইন কিনে রাখার দায়ে বাংলাদেশি নাগরিক এস কে শামসুল আলমের নামে ৫০ হাজার মার্কিন ড’লার বা ৪৪ লাখ টাকা ক্ষতিপুরণ দাবি করে মামলা দায়ের করে ফেসবুক কর্তৃপক্ষ।
সোমবার এ মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম। শুনানি শেষে আদালত ফেসবুক.কম.বিডি নামে বিটিসিএল থেকে বরাদ্দ নেয়া ডোমেইনটির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে ‘ফেসবুক.কম.বিডি’ নামে ডোমেইনটি ২০০৮ সালে বরাদ্দ নেন এস কে শামসুল আলম।

এ জাতীয় আরো সংবাদ