কনকনে বাতাস ও কুয়াশায় পঞ্চগড়ে আবারো জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডার কারণে খেটে খাওয়া লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
জেলার বিভিন্ন জায়গায় খরকুটো জ্বালিয়ে নিম্ন আয়ের মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে সকালে রোদ ওঠলেও শীত কমেনি।
সোমবার (১৮ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।সোমবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।