আগামি ২০ জানুয়ারি (বুধবার) দেশে আসছে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া সেরামের (অক্সফোর্ড) ২০ লাখ ডোজ ভ্যাকসিন।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে ভ্যাকসিন আনার অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে কিছু ভ্যাকসিন দেবে।
তিনি আরও বলেছেন, আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। ভ্যাকসিন আসার এক সপ্তাহের মধ্যে প্রয়োগ শুরু করা যাবে।
ভারত সরকার যে দামে ভ্যাকসিন নেবে বাংলাদেশও একই দামে ভ্যাকসিন পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সরকার উপহার হিসেবেও কিছু ভ্যাকসিন বাংলাদেশকে দেবে।