বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, “করোনার কারণে দেরি হলেও এবার বাণিজ্য মেলা হবে। নির্ধারিত স্থানেই মেলা অনুষ্ঠিত হবে।“
রোববার (৭ ফেব্রুয়ারি) চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, “এ বছরের বাণিজ্য মেলা এখনো বাতিল করা হয়নি। এবার থেকেই পূর্বাচলের স্থায়ী ভেনুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে।”
কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে বানিজ্যমেলা। একমাসব্যাপী থাকবে।”
দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর থেকে জানুয়ারি মাসেই এ মেলা শুরু হবে বলে আশা করছেন মন্ত্রী।