আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময় দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
তারা জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সব হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কঠোর নিষেধাজ্ঞার সময় দেশের সিনেমা হলসহ নাটক-সিনেমার শুটিং চালু রাখার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে সর্বাত্মক লকডাউনের সময় সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এছাড়াও সিনেমা হলের পাশাপাশি চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং বন্ধ রাখার নির্দেশনা দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এ প্রসঙ্গে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু জানান, ‘আমরা শুটিং বন্ধের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, মিটিং করছি সবার সঙ্গে। ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানাব।’