1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

২৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১৫ বার

২৯ জন আরোহী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় রাশিয়ায় একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির সর্ব পূর্বে অবস্থিত কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিখোঁজ ওই বিমানটি অ্যান্টোনভ এএন-২৬ মডেলের। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানটিতে ২৯ জন আরোহী ছিলেন। বিমানের বর্তমান অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান পরিচালকের প্রেস সার্ভিস জানিয়েছে, এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটির অবস্থান জানতে কাজ চলছে। ধারণা করা হচ্ছে- বিমানটিতে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

আরটি জানিয়েছে, নিরাপত্তাগত কোনো ত্রুটির কারণে বিমানটি নিখোঁজ হয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছেন রুশ কর্মকর্তারা। এছাড়া কামচাটকা উপত্যকার পালানা নামক স্থানের পাশে বিমানের খোঁজ মিলতে পারে ধারণা করে সেখানে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ