গতকাল সোমবার রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এসব সেবা প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়। তবে এই সময়ের মধ্যে বিশাল অঙ্কের অর্থ হারিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৬০০ কোটি ডলারের বেশি কমে গেছে, যার ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও পেছনে পড়েছেন জাকারবার্গ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দর ১৫ শতাংশের মতো কম। গতকালের ঘটনায় তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে। আর শেয়ারের দর কমায় মার্ক জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে ১২ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে।
সম্পদের পরিমাণ কমায় ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালের তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে। তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, দ্বিতীয় অবস্থানে জেফ বেজোস এবং তৃতীয় স্থানে আছেন বার্নার্ড আরনল্ট।