1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার

অষ্টম বিপিএলের খেলোয়াড় ড্রাফট শেষ হলো। সরাসরি খবর জানাচ্ছে রাইজিংবিডি-

১৩তম রাউন্ড

ঢাকা- শামসুর রহমান শুভ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মাহিদুল ইসলাম অঙ্কন
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- নাঈম ইসলাম

১২তম রাউন্ড

চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- আকবর আলী
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মুমিনুল হক
সিলেট সানরাইজার্স- মিজানুর রহমান
খুলনা টাইগার্স- নাবিল সামাদ
ফরচুন বরিশাল- নাঈম হাসান
ঢাকা- জহুরুল ইসলাম অমি

১১তম রাউন্ড

ফরচুন বরিশাল- নিরোশান ডিকওয়ালা।
সিলেট সানরাইজার্স- সিরাজ আহমেদ।

দশম রাউন্ড

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মেহেদী হাসান মিরাজ।
ঢাকা-শফিউল ইসলাম।
খুলনা টাইগার্স-জাকের আলী অনিক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- সুমন খান।
ফরচুন বরিশাল- সৈকত আলী।
সিলেট সানরাইজার্স- মুক্তার আলী।

নবম রাউন্ড
সিলেট সানরাইজার্স- অলক কাপালী।
ফরচুন বরিশাল- শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মাহমুদুল হাসান জয়।
খুলনা টাইগার্স-খালেদ আহমেদ
ঢাকা- ইমরানুজ্জামান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মৃত্যুঞ্জয়

অষ্টম রাউন্ড

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- নাহিদুল ইসলাম
ফরচুন বরিশাল- জিয়াউর রহমান
ঢাকা- আরাফাত সানি
সিলেট সানরাইজার্স- সোহাগ গাজী।
খুলনা টাইগার্স-রনি তালুকদার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সাব্বির রহমান।

সপ্তম রাউন্ড

খুলনা টাইগার্স- ফরহাদ রেজা
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- রেজাউর রহমান রাজা
ঢাকা- নাঈম শেখ
ফরচুন বরিশাল- তৌহিদ হৃদয়
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- আরিফুল হক
সিলেট সানরাইজার্স- এনামুল হক বিজয়

ষষ্ঠ রাউন্ড (বিদেশী)

ঢাকা- ফজলহক ফারুকি
ফরচুন বরিশাল- আলজারি জোসেফ
খুলনা টাইগার্স- সিকান্দার রাজা
সিলেট সানরাইজার্স- অ‌্যাঞ্জেলো পেরেরা
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- রায়ান এমরিট
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ওশান থমাস

পঞ্চম রাউন্ড (বিদেশী)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- কুশল মেন্ডিস
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- চারদিক ওয়ালটন
সিলেট সানরাইজার্স- রবি বোপারা
খুলনা টাইগার্স- সেকুগে প্রসন্ন
ফরচুন বরিশাল- ওবেদ ম‌্যাকওয়ে
ঢাকা- মোহাম্মদ শেহজাদ

চতুর্থ রাউন্ড

ঢাকা- শুভাগত হোম
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- মুকিদুল ইসলাম মুগ্ধ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- তানবীর ইসলাম
ফরচুন বরিশাল- ফজলে মাহমুদ রাব্বী
সিলেট সানরাইজার্স- নাজমুল ইসলাম অপু
খুলনা টাইগার্স- ইয়াসির আলী চৌধুরী

তৃতীয় রাউন্ড

তৃতীয় রাউন্ডে বিসিবির দল ঢাকা দলে টানে মাশরাফি বিন মুর্তজাকে। এই দলে প্রথম রাউন্ডে নেওয়া হয় তামিম ইকবালকে। সরাসরি সাইনে দলে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

খুলনা টাইগার্স- কামরুল ইসলাম রাব্বী
সিলেট সানরাইজার্স- আল-আমিন হোসেন
ফরচুন বরিশাল- মেহেদী হাসান রানা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ইমরুল কায়েস
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- শামীম হোসেন পাটোয়ারি
ঢাকা- মাশরাফি বিন মুর্তজা

দ্বিতীয় রাউন্ড

দ্বিতীয় রাউন্ডেও দল পেলেন না মাশরাফি মুর্তজা।দ্বিতীয় ডাকে বরিশাল প্রথমে নাজমুল হোসেন শান্তকে দলে নেয়। এরপর চট্টগ্রাম আফিফ হোসেনকে, খুলনা সৌম্য সরকারকে, সিলেট মোহাম্মদ মিঠুনকে, ঢাকা রুবেল হোসেনকে এবং কুমিল্লা দলে নেয় শহিদুল ইসলামকে।

প্রথম রাউন্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে দল পাননি মাশরাফি বিন মুর্তজা। তবে প্রথম রাউন্ডে চমক দেখিয়েছে বিসিবির দল ঢাকা। মাহমুদউল্লাহকে সরাসরি সাইন করানোর পর প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকে ঢাকা দলে নেয় তামিম ইকবালকে৷

লটারিতে শুরুতে খেলোয়াড় ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ প্রথম ডাকে তারা দলে ভেড়ায় লিটন দাসকে। এরপর ঢাকা দলে নেয় তামিম ইকবালকে। এ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সিলেট সানরাইজার্স নিজেদের প্রথম সুযোগে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। খুলনা টাইগার্সের পছন্দ শেখ মেহেদী হাসান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেয় পেসার শরিফুল ইসলামকে এবং ফরচুন বরিশাল দলে ভেড়ায় কাজী নুরুল হাসান সোহানকে৷

বিপিএলের অংশগ্রহণকারী দল ‍ও সরাসরি সাইন
ঢাকা- মাহমুদউল্লাহ রিয়াদ
চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স- নাসুম আহমেদ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মোস্তাফিজুর রহমান
ফরচুন বরিশাল- সাকিব আল হাসান
সিলেট সানরাইজার্স- তাসকিন আহমেদ
খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম

এ জাতীয় আরো সংবাদ