1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চার দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী বাকেরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন আ’লীগ নেত্রী রাফির উপহার পেয়ে আবেগাপ্লুত তমা ক্ষুধা মেটেনি রিয়াল সভাপতির, নজর ১৬তম শিরোপায় আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি : প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলেন আজিজ এমপি আনারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে ১ দিন কিংবা সাপ্তাহে ১ দিন নয়,২৪ ঘন্টা আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই-মঈনুল হাসান নাহিদ! সিরাজদিখানে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুল এর ঈদের শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতির সংলাপ হবে অর্থহীন: মির্জা ফখরুল

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার

মানিকগঞ্জ: নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ‘অর্থহীন হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি সংলাপের জন্য ডাক দিচ্ছেন। সংলাপ করে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ কি বোকা না আহাম্মক ? ২০১৪ সালে একটি নির্বাচন হয়েছে যেখানে কোনো ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত করে দিয়েছে। আর ২০১৮ সালের নির্বাচনের আগের রাতেই ভোট দখল এবং ডাকাতি করে নিয়েছে। কেউ ভোট দিতে পারেনি। তখনও রাষ্ট্রপতি সংলাপ করেছিলেন, আলোচনা করেছিলেন।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই— এই সংলাপ অর্থহীন, এই সংলাপে কোনো দিন সংকটের সমাধান হবে না, গণতন্ত্রের সমাধান হবে না এবং জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না।’ন
মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু রাষ্ট্রপতি যদি জনগণের সঙ্গে প্রতারণা করার সুযোগ সৃষ্টি করিয়ে দেন, সেটা আমরা মেনে নিতে পারি না।’

এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবী করেন মির্জা ফখরুল।জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

এ জাতীয় আরো সংবাদ