1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

নতুন পরিচয়ে মৌসুমী

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার

নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা মৌসুমী। এবিসি রেডিও ৮৯.২ এফএমে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া নামের একটি অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে কথা বলছেন তিনি। আরজের ভূমিকায় প্রথমবারের মতো হাজির হলেন জনপ্রিয় এই তারকা।

কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনের সামনে বসে বলছেন, আপনারা শুনছেন এবিসি রেডিও ৮৯.২ এফএম। চলছে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া। আপনার কথা আমার কাছে পৌঁছে দিতে টেক্সট করুন…।

গত রোববার থেকে এবিসি রেডিও এফএম ৮৯.২–তে ‘মৌসুমী হাওয়া’ নামের নতুন একটি শো প্রচার করা হচ্ছে।
মৌসুমী চলচ্চিত্রে অগণিত ভক্ত তৈরি করেন। আর এবার নতুন ব্যস্ততা শুরু হলো রেডিওর আরজে হিসেবে।

মাস তিনেক আগে এবিসি রেডিও থেকে তিনি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পান। তিনি বলেন, আমার ভালো লেগেছে। শুধু কাজ হিসেবেই এটি করছি না। দর্শকের সঙ্গে সপ্তাহে একদিন অন্তত সরাসরি কথা বলতে পারব।’

অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমীর জীবনের নানা দিকও ভক্তরা জানতে পারবেন। মাঝেমধ্যে নিজের পছন্দের শিল্পীদের নিয়েও স্টুডিওতে আড্ডায় মেতে উঠবেন বলে জানান মৌসুমী।’

প্রতি সপ্তাহে রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কান পাততে হবে এবিসি রেডিওতে।

এ জাতীয় আরো সংবাদ