1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো কাউন্সিলরের ভূমিকায় রিজভী

রেজাউর রহমান রিজভী
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯২ বার

অভিনয় জীবনে এর আগে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, ডাক্তার, গ্রাম্য যুবক, শহুরে চাকুরীজীবী সহ বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রেজাউর রহমান রিজভী। তবে এবারই প্রথম কাউন্সিলরের চরিত্রে অভিনয় করলেন তিনি। রাজীব মনি দাসের রচনা ও ইকবাল মাহমুদ বাবলুর পরিচালনায় আরটিভিতে প্রচার শুরু হতে যাওয়া এই মেগা ধারাবাহিক নাটকটির নাম ‘ট্রাফিক সিগন্যাল’। এ নাটকে রিজভীকে স্থানীয় কাউন্সিলরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে রিজভী বলেন, এলাকার মানুষদের সমস্যার সমাধান করাই একজন কাউন্সিলরের কাজ। নাটকে আমাকেও সেই কাজটিই করতে দেখা যাবে।
জানা যায়, আগামী ৭ ডিসেম্বর থেকে আরটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছে ট্রাই-এঙ্গেল মিডিয়া। এতে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কন্ঠ দিয়েছেন তাহসান। শীর্ষ সংগীতের কথা লিখেছেন নাট্যকার রাজীব মণি দাস। আর গানটির সুর করেছেন যাদু রিছিল। কন্ঠ দেয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছেন তাহসান।
নাটকে আরো অভিনয় করেছেন – আমিরুল হক চৌধুলী, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, আ.খ.ম হাসান, কচি খন্দকার, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মাহামুদুল ইসলাম মিঠু, আশিক চৌধুরী, শাহেদ শরীফ খান, শিশির আহমেদ, প্রাণ রায়, সাইদ বাবু, সাজু আহমেদ, কাজী উজ্জল, তারিক স্বপন, মিলন ভট্ট, ম.আ. সালাম, সোহান খান, জামাল রাজা, তমাল, সঞ্জীব আহমেদ, শামীম, যাদু ফরিদ, মীর সাখাওয়াত, শেখ বিপ্লব, চিত্রলেখা গুহ, শিরিন আলম, মনিরা মিঠু, নাদিয়া, জান্নাতুন নূর মুন, রোমানা স্বর্ণা, ইশানা, হুমাইরা হিমু, জেনি, সাইক আহমেদ, প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ