কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের পরদিনই ‘কাকাবাবু’র শুটিংয়ের জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। শুটিং শেষ করে ফিরে আসার কথা রয়েছে আগামী ১৯ মার্চ। কিন্তু স্ত্রী মিথিলার মন ভাল নেই একদম। সৃজিত দেশে ফিরলেও তাঁর সঙ্গে আপাতত দেখা হচ্ছে না মিথিলার। কারণ ‘করোনার করালগ্রাস’।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই সাতটি দেশের ভিসা বাতিল করেছে ভারত সরকার। পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে সাধারণ মানুষের যাতায়াতের উপরে নিয়ন্ত্রণ এনেছে কেন্দ্র। বাতিল হয়েছে দু’দেশের বেশ কিছু ট্রেনও।
সব মিলিয়ে এই মুহূর্তে মিথিলার যে ভারতে আসা প্রায় অসম্ভব তা ধরেই নিয়েছেন অভিনেত্রী। বিরহে কাতর মিথিলা তাই ফেসবুকে পোস্ট করেছেন শাহরুখ-প্রীতির সেই কাল্ট ছবি ‘বীর-জারার’ দু’ কলি।
সৃজিতকে যে ঠিক কতটা মিস করছেন তিনি, তাঁর সাম্প্রতিক পোস্টই এর জলজ্যান্ত প্রমাণ। অনেক বাধা পেরিয়ে বীর-জারার প্রেম পরিপূর্ণতা পেয়েছিল। সৃজিত-মিথিলার ভালবাসার মাঝে করোনা-কাঁটা দূর হবে কবে?