1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
স্কুলে কোটায় ভর্তি হতে পারবে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার বিএনপির কমিটিতে ‘আ.লীগ-সংশ্লিষ্টদের’ নাম, তৃণমূলে ক্ষোভ বাকেরগঞ্জের গরু চোরের মাস্টারমাইন্ড মজনু ডিবির হাতে গ্রেফতার যুবদল নেতার উপর হামলার ঘটনায় বিএনপির সভাপতিসহ ১৬ জনকে আসামী করে মামলা!  সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন কর্মস্থলে যোগ না দেয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু: ডিএমপি কমিশনার মিয়ানমার থেকে দেশে ফিরল ৮৫ বাংলাদেশি, গেল ১২৩ বিজিপি-সেনা সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর

বিএনপির কমিটিতে ‘আ.লীগ-সংশ্লিষ্টদের’ নাম, তৃণমূলে ক্ষোভ

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৯ বার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। কলসকাঠী ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া সদস্য সচিব সহ পাঁচ জন সদস্য (১, ১২, ১৪, ১৭, ২১) গত ১৫ বছর আওয়ামী লীগের দোসরদের সঙ্গে রাজনীতি করে সুবিধা ভোগ করেছেন। তারা আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সেসব ‘আওয়ামী দোসরদের’ কলসকাঠী ইউনিয়ন বিএনপি কমিটিতে জায়গা করে ফায়দা লোটার ব্যবস্থা করে দিয়েছেন। উক্ত কমিটি নিয়ে বিএনপির নিজ দলের নেতাকর্মীর মাঝে ক্ষোভ ও সমালোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৯ অক্টোবর সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির ২৯সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদনে স্বাক্ষর রয়েছে উপজেলা, বিএনপির আহ্বায়ক হারুন-আর-রশিদ জোমাদ্দার, সিনিঃ যুগ্ন আহবয়ক জিয়াউল আহসান জুয়েল, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চুন্নু ও সদস্য সচিব হিসেবে নাসির উদ্দিন হাওলাদার।

কলসকাঠী ইউনিয়নে মোঃ আল আমিন মোল্লাকে সদস্য সচিব করে বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সদস্য সচিব আল আমিন মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে বিএনপির সংগঠনের তথ্য ফাঁস ও জাতীয় পার্টির সাথে সখ্যতার অভিযোগ রয়েছে, ১নং সদস্য নাম রয়েছে মোঃ শামীম গাজী তিনি ঐ উপজেলার আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন ও ২০২৪ সালের পাতানো নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সোমবার (২৮ অক্টোবর) এমন অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেওয়া দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, চলতি মাসের ৯ তারিখ বাকেরগঞ্জ উপজেলায় ৯নং কলসকাঠী ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।

‘আওয়ামী দোসরদের’ বিভিন্ন অপকর্মের ছবি অভিযোগের সাথে যুক্ত করে বলা হয়, এমন পরিস্থিতিতে কলসকাঠী ইউনিয়ন বিএনপি কমিটি পুনর্গঠন অত্যন্ত জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক কলসকাঠী ইউনিয়নের একজন প্রবীণ নেতা বলেন ১৮ বছর হামলা-মামলা উপেক্ষা করে দলের কর্মসুচি পালন করে আজকে আমদের মুল্যয়ন করা হয় না, মুল্যয়ন করা হয় আওয়ামী দোষরদের। আজকে আমরা সমাজের কাছে, পরিবারের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না, আমাদের আশঙ্কা হয় এভাবে কমিটি হতে থাকলে যেকোন সময় এইসব আওয়ামী দোষরদের সহযোগিতায় লুকিয়ে থাকা আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠে। তাই দলের হাইকমান্ড এখনই হস্তক্ষেপ করে এদেরকে বাদ দিয়ে ত্যাগী সাংগঠনিক লোক দিয়ে পুনঃগঠন করে।

এ জাতীয় আরো সংবাদ