ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
সব দলের অংশগ্রহণে ঢাকা সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি একথা জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।
নির্বাচন কমিশনারদের বৈঠকের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঠিক করা হবে। রোহিঙ্গাদের এনআইডি কার্ড জালিয়াতির ঘটনায় আউটসোর্সিং কর্মচারীরা জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলেও এ সময় মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।