মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকার ফসলী জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “কৃষক বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ১১ টায় ঢাকার শাহবাগে ভূমিদস্যুদের হাত থেকে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
লতব্দী-বালুচর সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী সাধারণ কৃষকসহ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১২ টি সংগঠন তথা ঝিকুট, সিরাজদিখান পরিষদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ-সিরাজদিখান, কংশপুরা সমাজ কল্যাণ সংগঠন, স্বপ্নসিড়িঁ সমাজ কল্যান সংস্থা, ধ্রুব ফাউন্ডেশন, মানবতার আলো সমাজ কল্যাণ সংস্থা, নয়াগাঁও মানব কল্যান সংস্থা, আলোর পথে মানব কল্যান সংগঠন, খাসনগর, নাজমা-হারুন সমাজ কল্যান সংস্থা, রামকৃষ্ণদী, নিমতলা একতা ফাউন্ডেশন, কয়রাখোলা মাদক বিরোধী সংঘ ও ইয়ুথ ফাউন্ডেশনের প্রায় ৩শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার মানু অংশ গ্রহণ করে। লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচিতে বক্তব্য রাখেন, শফিক সাফি, ঝিকুট এর উপদেষ্টা আরশাদ আকাশ, ঝিকুট এর প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ কাদের, কংশপুরা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আলিম বাদশা, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান ওয়াদুদ, কাউসার প্রধান, মাহমুদুর রহমান উজ্জ্বল, মোবারক হোসেন, তরিকুল ইসলাম, মুহাম্মদ আলী হৃদয়, শওকত সুমন, মুক্তার হোসেন, রাজু মোল্লা, এড. নয়ন মিয়া, শেখ রুপু, আবির হাসান অভি, সাইদুল বাসার, তাহসিন মাহমুদ, আরিফ হোসেন রনি প্রমুখ। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন, বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন।