১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সাবেক ছাত্রলীগ ফোরাম। আজ শনিবার দুপুরে সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি জাহাঙ্গীর হাসান জনি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধার নেতৃত্বে ফোরামের প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা চৌরাস্তা ও নিমতলা শিকদার মার্কেটের সামনে থেকে একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্দ্যেশে নেতাকর্মীরা যাত্রা শুরু করেন। দুপুরের মধ্যেই সমাধি প্রাঙ্গণে এসে পৌছালে শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীরা মূল প্রাঙ্গণে প্রবেশ করেন।
পুষ্পমাল্য অর্পণের পর সমেবেত সকলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। পরে ১৫ আগস্টে সকল শহিদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।