1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় আ’লীগ নেতা চুন্নুর শোক সভা ও শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৮৫ প্রাণ অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সিরাজদিখানে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ভ্রাম্যমান লাইব্রেরী, দেখার কেউ নেউ! জনস্বার্থে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা! তৃণমূল সাংবাদিক মহল ক্ষুব্ধ। সিরাজদিখানে শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা! সিরাজদিখানে লাউ গাছ কেটে কৃষকের ক্ষতি সাধনের অভিযোগ! শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার! ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি!

সিরাজদিখানে গ্রীল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি!

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৫ বার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিঙ্গাপুর প্রবাসীর বসত বাড়ীর বিল্ডিংয়ের গ্রীল কেটে দুধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত-রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মোঃ ইকবাল হোসেনের বসত বাড়িতে চুরির ঘটনাটি সংঘটিত হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর প্রবাসীর শ্যালক মোঃ নান্নু শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নান্নু শেখ বলেন, আমার বোন জামাই বিদেশে থাকে। বোন জামাই দেশে না থাকায় বোনের বাড়ী দেখাশোনাসহ আমি এখানেই থাকি। গত মঙ্গলবার আমি শ্রীনগরে আমার বাড়ীতে যাই। একদিন পর বৃহস্পতিবার বিকালে এসে দেখি বিল্ডিংয়ের পশ্চিম পাশের দুয়ার খোলা এবং পাশের রান্না ঘরের গ্রীল কাটা। দোতলায় গিয়ে দেখি ওয়ার ড্রয়ার ও আলমারীর তালা ভাঙা। আলমারিতে রাখা আমার বোনের ১০-১২ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা নেই। নিচে নেমে খেয়াল করে দেখি টিভি আর ওভেনটাসহ ঘরের হাড়িপাতিল জামা কাপর কিছুই নেই। চোরেরা সিসি ক্যামেরার হার্ডডিক্সটাও খুলে নিয়ে গেছে। স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য আসবাবপত্রসহ সর্বমোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এ ব্যপারে থানায় অভিযোগ করেছি। পুলিশও এসেছিলো। আমরা চাই চোরকে ধরা হোক। লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

এ জাতীয় আরো সংবাদ