1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ১১ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:

ফুটবল বিশ্বকাপ মঞ্চে লাল সবুজের পতাকা হাতে বাঙালী যুবক!

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯৯ বার

হাজারো দর্শকে কানায় কানায় পরিপূর্ণ কাতারের লুসাইল স্টেডিয়াম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল ভক্তদের উন্মাদনা। এ যেন ফুটবল প্রেমিদের অনন্য এক মিলন মেলা। হাজারো দর্শকের ভিড়ে লাল সুবজের পতাকা হাতে বাঙালী যুবক। পতাকা হাতে নিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের মঞ্চে এভাবেই বাংলাদেশকে উপস্থাপন করতে দেখা যায় তাকে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়া ও ব্রাজিলের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের অগ্রভাগে বাঙালী যুবক এস.এম. মুরসালিন রমি লাল সবুজের পতাকা প্রদর্শন করে বাংলাদেশকে উপস্থাপন করেন। এসময় ৭১ এর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কণ্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শণ করেন। বাঙালী যুবক এস.এম. মুরসালিন রমি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একজন ফুটবল প্রেমি মানুষ। ফুটবলের প্রেমেই বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখতে কাতারে এসেছি। বাংলাদেশ বিশ্বকাপে স্থান করতে পারেনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা বিশ্ব দরবারে পরিচিত হচ্ছি। আশা রাখি কোন একদিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে।

 

এ জাতীয় আরো সংবাদ