1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সিরাজদিখানে জমির আগাছা পরিস্কারে ব্যস্ত কৃষক!

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ বার

আর মাত্র কয়েকদিন পর থেকে পুরো দমে আলু রোপনের কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। আলু রোপনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ফসলী জমির আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছে কৃষক। উপজেলার ১৪ টি ইউনিয়নে কৃষকদের জমি আগাছা পরিষ্কারের এমন কর্মযজ্ঞ চোখে পরার মত। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনেজমিনে ঘুরে দেখা যায়, বর্ষা মৌসুম শেষে কৃষি জমি শুকানোর সাথে সাথে কৃষকরা তাদের জমির আগাছা পরিষ্কারের খানিক ব্যস্ত সময় পার করছেন। জমির আগাছা পরিষ্কারের পাশাপাশি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ইতোমধ্যে আগাম আলু রোপন শুরু হলেও উপজেলার নিচু এলাকার কৃষি জমি পরিস্কারের কর্মযজ্ঞসহ জমি আবাদযোগ্য করে তুলতে ট্রাক্টরের মাধ্যমে চাষের কাজ চলছে খানিক জোড়ালো ভাবেই ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর উপজেলার ১৪ টি ইউনিয়নে ৯ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। চলতি বছরেও পূর্বের বছরের ন্যায় আলু আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, গত বছর সিরাজদিখান উপজেলায় ৯ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। এ বছর একই পরিমান জমিতে আলু আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ