1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষে ৩০টি অস্থায়ী শিশু ও কিশোরী বান্ধব কেন্দ্র স্থাপন

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬৫৫ বার

উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা কর্মসুচির মাধ্যমে শিশু ও কিশোরীদেরকে শিশু ও যুব সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কুড়িগ্রামে ৩০টি অস্থায়ী শিশু ও কিশোরী বান্ধব কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এর আর্থিক সহযোগিতায় সলিডারিটি নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার এবং বল্লভেরখাস ইউনিয়নে এসব কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৫২০০ জন শিশু ও কিশোরীদের আনন্দদায়ক পরিবেশে সচেতন করে তোলা হচ্ছে।
এসব কেন্দ্রে আসা কিশোরীদের সাথে কথা বলে জানা গেছে, তারা এই কেন্দ্রে এসে পরিস্কার-পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ, নিজেদের সুরক্ষা বিষয়ে সচেতন হচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ