বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন কলসকাঠী ইউনিয়নের তরুন সমাজ সেবক বিশ্বজিৎ দাস সৈকত।
গত মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চিকিৎসকদের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। করোনা ভাইরাস আতংকে কোন চিকিৎসক যেন সেবা প্রদান থেকে বিরত না থাকে সে কারণে এই উদ্যোগ গ্রহণ করেছেন বিশ্বজিৎ দাস সৈকত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সালেহ মোঃ বশির, কলসকাঠী ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, তাপস দাস প্রমুখ।