1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন

নয়া শতাব্দীতে যোগ দিলেন মেহেদী হাসান রনি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার

আইটি ইনচার্জ হিসেবে দৈনিক নয়া শতাব্দী পত্রিকায় যোগ দিলেন দৈনিক বাংলাদেশ জার্নালের সিনিয়র নির্বাহী আইটি মেহেদী হাসান রনি। গত ১ মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি দৈনিক নয়া শতাব্দী পত্রিকায় যোগদান করেন। এ উপলক্ষে পত্রিকার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানায় নয়া শতাব্দী পরিবার। মেহেদী হাসান বলেন, ‘নতুনে ঝুঁকি থাকে তবে সুযোগ তৈরি হয় নিজেকে প্রমাণ করার, স্বপ্ন ছোঁয়ার। মানুষের কথা ছড়িয়ে দিতে চাই আরও বেশি প্রাণ খুলে। প্রত্যেকটি ভোর আসবে নতুন স্বপ্ন নিয়ে। অনেক নতুনের শুরু ২০২১ হোক প্রত্যাশা পূরণের। সবার দোয়া পরামর্শ ও সহযোগিতা চাই।’ প্রসঙ্গত, মেহেদী হাসান রনির জন্ম ১৯৯২ সালের ১০ জুন বরিশাল জেলায়। পড়ালেখা করেছেন কম্পিউটার টেকনোলজিতে। বাংলাদেশ জার্নাল ছাড়াও তিনি এর আগে নির্বাহী আইটি হিসেবে কর্মরত ছিলেন দেশের জনপ্রিয় গণমাধ্যম আলোকিত বাংলাদেশে।

এ জাতীয় আরো সংবাদ