মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
কোলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আজ রবিবার বিকালে উপজেলার নন্দনকোনা চৌরাস্তা সংলগ্ন আমিনুল ইসলাম সুপার মার্কেটে কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম শেখ। কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোবেল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রোমান শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী জিন্নাহ, মোঃ নজরুল ইসলাম মল্লিক।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ন সম্পাদক মোসাঃ রওশানারা বেগম, কোলা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,কোলা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ জালাল খান, লতব্দী ইউনিয় যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর, বাসাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত আহমেদ, কোলা ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী সালমা বেগম, কোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেয়াইন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাব্বির মোড়ল ও কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিদ্যুত মোল্লাসহ কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কোলা ইউনিয়ন যুবলীগের নব নির্মিত কার্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর কাঙালী ভোজের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নন্দনকোনা চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম।