মুন্সিগঞ্জের সিরাজদিখানে শারদীয় দূর্গা পুঁজা উপলক্ষে পুঁজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রশুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের ১০ টি পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই আশরাফ কামাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুবীর চক্রবর্তী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বিক্রমপুর সরকারী কে.বি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন মিয়া,রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রশুনিয়া ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রনবীর ঘোষ, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনে আরা বেগম, সিরাজদিখান পূঁজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ, রশুনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ওমর ফারুক সজিবসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সভা শেষে ইউনিয়নের ১০ টি পুঁজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে রশুনিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ হাজার মাস্ক তুলে দেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার।