1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ২২ জুলাই ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চার দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী বাকেরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন আ’লীগ নেত্রী রাফির উপহার পেয়ে আবেগাপ্লুত তমা ক্ষুধা মেটেনি রিয়াল সভাপতির, নজর ১৬তম শিরোপায় আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি : প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলেন আজিজ এমপি আনারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে ১ দিন কিংবা সাপ্তাহে ১ দিন নয়,২৪ ঘন্টা আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই-মঈনুল হাসান নাহিদ! সিরাজদিখানে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুল এর ঈদের শুভেচ্ছা বিনিময়

সিরাজদিখানের নৌকার মাঝি হতে চান ৩৪ জন

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৮১৪ বার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীরা নৌকা প্রতীক তথা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণের আশা ব্যক্ত করছেন।

এর মধ্যে চিত্রকোট ইউনিয়নে ২ জন, রাজানগর ইউনিয়নে ৪ জন, কেয়াইন ইউনিয়নে ৩ জন, বাসাইল ইউনিয়নে ২ জন, লতব্দী ইউনিয়নে ৪ জন, বালুচর ইউনিয়নে ৩ জন, বয়রাগাদি ইউনিয়নে ২ জন, মালখানগর ইউনিয়নে ২ জন, জৈনসার ইউনিয়নে ৩ জন, মধ্যপাড়া ইউনিয়নে ২ জন, ইছাপুরা ইউনিয়নে ৩ জন, রশুনিয়া ইউনিয়নে ২ জন, কোলা ইউনিয়নে ৪ জন নৌকার মাঝি হওয়ার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া উপজেলার শেখরনগর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন এমন অনেক প্রার্থী আছেন যারা বর্তমানে প্রচার প্রচারণায় নিজেদের প্রকাশ করেননি। একটি ইউনিয়নে একাধিক প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়ার নিয়ম না থাকলেও উপজেলার প্রতিটি ইউনিয়নেই একাধিক ব্যক্তি নৌকা প্রতীকে মনোনয়ন চাইছেন। এমনকি কোন কোন ইউনিয়নে ৪-৫ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাইছেন। প্রার্থীদের মধ্যে সব প্রার্থীই আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া প্রার্থীরা উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে প্রার্থীদের অনেকেই মনে করেন, একই ইউনিয়নে এক বা একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন চাইতেই পারেন। তবে একাধিক প্রার্থী নৌকার মনোনয়ন চাইলেও দলীয় স্বার্থে আওয়ামী লীগের সভানেত্রী যাকে মনোনয়ন দিবেন প্রার্থীরা তার পক্ষেই কাজ করে যাবেন মর্মে প্রার্থীদের অনেকেই জানিয়েছেন।

কিন্তু দুএকটি ইউনিয়নে এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে স্থানীয় সূত্র মতে জানা গেছে। এদিকে নিয়মের বাইরে দলীয় ভাবে নৌকার মনোয়ন দেওয়া না হলেও উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় পর্যায়ে গোপনে তদবির চালাচ্ছেন মর্মে স্থানীয় বেশ কয়েকটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রার্থীদের কাছে গোপনে তদবিরের বিষয়টি জানতে চাওয়া হলে তারা কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ জাতীয় আরো সংবাদ