মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০-১৫ হাজার মানুষের দীর্ঘ দিনের যাতায়াতে ভোগান্তির অবসান হতে চলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বরাদ্দকৃত প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাজানগন-নয়ানগর সড়কের উপর নির্মিত রাজানগর-নয়ানগর সেন্ট্রাল ব্রীজ (কার মাইকেল) নামে এ ব্রীজটির কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ব্রীজটির উপরের ভাগ তথা ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। শুধু মাত্র দুপাশের এপ্রোচের কাজসহ আনুষাঙ্গিক কাজ বাকী আছে। ব্রীজটি কাজ সম্পন্ন হলে রাজানগর ইউনিয়নের নয়ানগর ও সৈয়দপুর এলাকাসহ আশপাশের এলাকার প্রায় ১০-১৫ হাজার মানুষের যাতায়াতে সহজ হওয়ার পাশাপাশি ভোগান্তি অনেক অংশেই লাঘব হবে।
রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন হাদী বলেন, এখানে আগে ছোট একটি ব্রীজ ছিলো। ছোট ব্রীজ দিয়ে জনসাধারণে যাতায়াতের সময় ভোগান্তি পোহাতে হতো। ব্রীজটি দিয়ে পারাপারের সময় বাচ্চা পানিতে পরে যাওয়ার মত ঘটনাও ঘটেছে। এ ব্রীজটি রাজানগর ইউনিয়ন বাসীসহ অন্যান্য ইউনিয়নের প্রায় ১০-১৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ব্রীজটি সম্পন্ন হলে জনসাধারণ ভোগান্তি থেকে পরিত্রান পাবে। বর্তমানে ব্রীজটির উপরের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। দুপাশের এপ্রোচের কাজ বাকী আছে। আগামী এক মাসের মধ্যে ব্রীজটির আনুসাঙ্গীক কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।