1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

সিরাজদিখানে পেরিলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২১২ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পেরিলা প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নতুন তৈল ফসল পেরিলা (জাত সাউ পেরিলা-১) প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মকবুল আহাম্মদ,ঢাকা খামারবাড়ির উপজেলা কৃষি অফিসার (এল. অর) ডিএই মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুইয়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, খাসমহল বালুচর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. সোহেল রানা, কুসুমপুর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মমতাজ মহল, মরিয়ম আক্তার পপি, তামান্না খানম,নিছা চৌধুরী ,রাবেয়া আক্তার,রেহানা আক্তার,সুভরা, পেরিলা চাষি মো.বিল্লালসহ ইউনিয়নের কৃষক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ