রাজধানীর টিকাটুলীতে সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের ২২টি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষিণকভাবে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।