1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

দ্রুত ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ার দাবানল

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৪১ বার

দ্রুত ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ার দাবানল। ভয়াবহ আগুনে পুড়ছে নিউ সাউথ ওয়েলস ও কুইনসল্যান্ড। বাসিন্দাদের সরিয়ে নেয়া হলেও চরম হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীরা।

মঙ্গলবার জীবনের ঝুঁকি নিয়ে আগুনে আহত একটি কোয়ালাকে উদ্ধার করেন এক নারী।

এরইমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উদ্ধারের পর কোয়ালাটিকে নেয়া হয় পোর্ট ম্যাককোয়ারি কোয়ালা হাসপাতালে।

চারিদিকে ভয়াবহ আগুন। প্রাণ বাঁচাতে দ্বিগ্বিদিক ছুটছে নিঃসঙ্গ কোয়ালা। দাবানলে গুরুতর আহত এই কোয়ালাটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছেন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা টোনি। পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় যন্ত্রণায় কাতর কোয়ালাটিকে বাঁচাতে ছুটে যান টোনি। পানি দিয়ে কম্বল জড়িয়ে তুলে নেন কোলে।

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে ১০ লাখ হেক্টর ফসলি জমি। প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দারা সরে গেলে হুমকির মুখে পড়েছে বণ্যপ্রাণীরা। বনের আগুনে প্রাণ হারিয়েছে সাড়ে তিনশ’র বেশি কোয়ালা।

অস্ট্রেলিয়ার ছড়িয়ে পড়া দাবানলে অক্টোবর থেকে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।

এ জাতীয় আরো সংবাদ