বিয়ের দিনে সুন্দর দেখতে লাগার ইচ্ছেটা সবারই থাকে। সুন্দর দেখানোর জন্য আমরা কতকিছু করি। ফেসিয়াল, পার্লারে সারাটা সময় কাটিয়েও যখন বিয়ের দিনে এসে মনের মতো হয়না তখন সবার মনেই আফসোস থেকে যায়৷ তাই আসুন জেনে নিই এমন কিছু উপায় যাতে বিয়ের দিনে আপনাকে লাগে সুন্দর এবং আকর্ষণীয়।
১. মেকআপে স্বাভাবিক লুক
মেকআপের সময় এমন একটি সাজ বেছে নেওয়া উচিত যাতে খুব স্বাভাবিক এবং ন্যাচারাল লুক পাওয়া যায়। আমাদের দেশে ঐতিহ্যগতভাবেই জমকালো শাড়ি, গহনা পাত্রীকে পড়ানো হয়। তাই অতিরিক্ত জমকালো সাজে বিতিকিচ্ছিরি লাগে৷ বিউটিশিয়ানকে বলুন যেন ন্যাচারাল লাগে এমন সাজ দেয়। মুখের সাথে সাথে হাত, পা, গলাও সাজিয়ে নিন নইলে মুখের সাথে হাত, পা, গলা বেমানান লাগবে৷
২. মেকআপের পর ছবি তুলুন
মেকআপ শেষ হলে বিয়ের সাজে ছবি তুলে দেখুন কেমন লাগছে। দেখুন ছবির কোন অংশে খারাপ দেখাচ্ছে, মেকআপ সব জায়গায় ঠিকমতো বসেছে কি না কিংবা কোন অংশ বেশি সাদা কি না তা দেখুন। ঠিকঠাক না হলে শুধরে নিন৷ তাই হাতে বেশকিছু সময় নিয়ে পার্লারে যাবেন।
৩. ত্বকের যত্ন নিন বিয়ের আগে থেকেই
বিয়ের সপ্তাহ খানেক আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করুন। ফেসিয়াল, চুলের ট্রিটমেন্ট, হাত পায়ের যত্ন আগে থেকেই করে ফেলুন। নয়তো বিয়ের সাজে একসাথে এতোগুলো করতে গিয়ে পুরো সাজটাই মাটি হয়ে যেতে পারে। বিয়ের এক বা দু’দিন আগে ভ্রু প্লাক করুন। বিয়ের দিনে ভ্রু তুলতে গেলে চুলকানি, লাল হওয়া, যন্ত্রণা বিভিন্ন সমস্যা হতে পারে। এতে নষ্ট হতে পারে আপনার পুরো সাজ।
৪. কনট্যাক্ট লেন্স পড়ুন মেকআপের আগেই
আপনি যদি চোখের রঙ পরিবর্তনের জন্য কনট্যাক্ট লেন্স পড়তে চান তাহলে তা মেকআপের আগেই পড়ুন। কেননা, কনট্যাক্ট লেন্স পড়তে গেলে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে পারে, যা আপনার চোখের মেকআপ নষ্ট করে দেবে৷
৫. পোশাক ও গহনা নিবার্চন করুন সতর্কতার সাথে
পোশাকের ডিজাইন, রঙ ও গহনা নির্বাচনে সচেতন থাকুন। সবাইকে এক রঙের পোশাকে মানায় না, অন্য কাউকে যে রঙে ভালো লাগে সে রঙে আপনাকেও ভালো লাগবে এমন ভাবাটা চরম বোকামী। তাই এমন পোশাক নির্বাচন করুন যা আপনাকে মানায়। পোশাকের রঙ, গহনা আপনাকে করে তোলে আরো আকর্ষণীয়।
৬. মানসিক চাপ ও তেলযুক্ত খাবার থেকে দূরে থাকুন
আপনি যদি না চান বিয়ের দিন আপনার মুখে ব্রণ বা র্যাশ ফুটে উঠুক। তাই মানসিক চাপ এবং তেলযুক্ত খাবার থেকে দূরে থাকুন। নিয়মিত ত্বকের যত্ন নিন এবং সাথে সাথে ফাস্টফুড, কোল্ড ড্রিংক, ভাজাভুজি থেকে দূরে থাকুন। বিয়ের আগের রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। এতে ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং মেকআপ ত্বকে সুন্দরভাবে বসবে৷
সুত্রঃ ওমেন্স কর্নার।