মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে মাদরাসা ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সুন্নী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ও সংগঠনের সহ-সভাপতি শেখ রনির সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে অবস্থিত হযরত শাহ্ জালাল (রাঃ) তৈয়্যেবিয়া সুন্নীয়া মাদরাসার ছাত্র-ছাত্রদীর মাঝে শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
হযরত শাহ্ জালাল (রাঃ) তৈয়্যেবিয়া সুন্নীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ওয়াহেদ আলীর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব কামরুল ইসলামের সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোলা ও কোলা ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরাজ শেখ। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোঃ আলী জিন্নাহ, কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ঢালী, কোলা ইউনিয়ন মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ রুহুল আমীন ঢালী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আক্তার হোসেন, মোঃ আবু তালেব,মোঃ জামাল শেখ, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ রোবেল শেখসহ সুন্নী যুব সমাজ কল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ।