1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

অশান্ত হয়ে যাই

সিফাত হালিম, ভিয়েনা, অস্ট্রিয়া।
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭২ বার

তুমি এখানে কিছুকাল থাকো,
আমি ফিরে আসবো,
দু ‘একটি সন্ধ্যে মাত্র তুমি এখানে থাকো, মনে পড়ে
আমি ফিরে আসবো।
ফিরে আসবো পত্র পল্লবে, শাখায় নিজের শিকড়ে,
তুমি ঘুমিয়ে যাবে না যেন।
যে বাহু দুখানি জড়ায় গলা,
ধরে বেধে প্রয়োজন অপ্রয়োজনে,
বানভাসি হয়ে ঢেউয়ের আঘাতে,
অসংখ্যবার দ্বগ্ধ পুরনো পথে চেনা ছায়ায়, নির্জলা সুবাস
ছুটে আসবো দিশেহারা,
আমরাও যে পরস্পর পরস্পরের, অর্গল খুলে রাখো হৃদয় অলিন্দে,
যেন ফিরে না যায় আমাদের বেলা।
ঝরে যাওয়া পাতারা জানে, প্রাণ জুড়ে কী যে ব্যথা
সবাই এসেছে ক্ষিপ্ত ঢেউয়ের দোলে চরায়,
তুমি আসো নি ফিরে,বারংবার বাজে,
নিজেরি ছায়ায় আছি মিশে মনে পড়ে, শেষ বিকেলের দিকে।
চেনা মুখ চেনা হাত
ভাবছি ঘুরে দাঁড়ালেই
এতকালের অনিচ্ছার অনিদ্রা শেষ , বসে থাকা বুদ্ধের দীর্ঘতম ধ্যানের হাতে, পুরনো স্পর্শের মগ্ন সংকেত,যে ভাবে ধরে রাখে দুই কূল স্রোতস্বিনী নদী।
অপেক্ষা ব্যর্থ, ভুল হলো সত্যের
আমার ধ্যানে তুমি এলে না, ক্ষণেক বিচিত্র অভিজ্ঞতা,
কী দরকার ছিল এত ছল চাতুরি, লুকিয়ে চুরিয়ে বেড়ানো?
আমরা যে পরস্পর পরস্পরের বিরোধী , কাছে এসে বলা গেল না কোনদিন মুখে?
অন্যমনস্ক বুঝি ভুলে গেলে, চিনলে না চেনা পথে, মনে পড়ে তোমার ছায়ায় আরেক ছায়া,
তুমি আর কখনোই ফিরলে না সময়ে,
সেইপথ , যে পথ তোমার ফেরবার পথে।

এ জাতীয় আরো সংবাদ